গৌরনদীতে চরমোনাই মাহফিলগামী বাস উল্টে খাদে

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় মাহফিলগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর পৌনে চারটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলা আশোকাঠি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, বরিশালের চরমোনাইয়ের মাহফিলের উদ্দেশ্যে যশোর থেকে এমএম নামে একটি যাত্রীবাহী ছেড়ে আসে। পথিমধ্যে আশোকাঠি ব্রিজে না ওঠে ঢালে অন্য একটি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশে পড়ে যায়। এতে বাসে থাকা ৪১ জন যাত্রীর মধ্যে ১০-১৫ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে সবাই যে যার মতো চলে গেছেন।

 

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন, চরমোনাইয়ের মাহফিলের জন্যে যশোর থেকে ছেড়ে আসা বাসটি আশোকাঠী ব্রিজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।

 

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার কাজ চলছে বলেও জানান ওসি।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ