বরিশাল

গৌরনদীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা

By admin

October 04, 2020

 

বরিশাল : বরিশালের গৌরনদীতে মায়ের বকাঝ্কা খেয়ে গলায় ফাঁস দিয়ে শারমিন আক্তার (১৬) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার টরকীবন্দর কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

 

শারমিন গৌরনদী গালর্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ও বন্দরের কাঠ ব্যবসায়ী খোকন সরদারের মেয়ে।

 

স্থানীয়রা জানান, গত এক বছর ধরে কলেজছাত্রী শারমিন আক্তার জনৈক এক যুবকের সঙ্গে প্রেম করে আসছিল। বিষয়টি শারমিনের পরিবারের সদস্যরা জানতে পেরে শনিবার সন্ধ্যায় তার মা শারমিনকে বকাঝ্কা করেন। এতে সে (শারমিন) অভিমান করে রোববার দুপুর দেড়টার দিকে বাসার নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে।

 

এরপর পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে বাসায় তালা ঝুলিয়ে গোপনে শারমিনের লাশ নিয়ে কালকিনি উপজেলার কয়রিয়া গ্রামে চলে যান।

 

গৌরনদী থানার এসআই সাধন কুমার মণ্ডল জানান, ঘটনার পরপরই পরিবারের সদস্যরা বিষয়টি থানা পুলিশকে না জানিয়ে বাসায় তালা ঝুলিয়ে শারমিনের লাশ দাফন করার জন্য গ্রামের বাড়ি কালকিনি উপজেলার কয়রিয়া গ্রামে নিয়ে যায়। খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে বিকাল ৪টার দিকে ঘটনাস্থলে যান।

 

এরপর পুলিশের নির্দেশে স্বজনরা সেখান থেকে শারমিনের লাশ নিয়ে সন্ধ্যা ৬টার দিকে টরকীবন্দরের বাসায় আসেন। শারমিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে এসআই সাধন কুমার জানান।