ঢাকা ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা-কুনিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- ওই এলাকার মেহেদী হাসান মাতুব্বর, তুহিন হাওলাদার ও ফরহাদ মাতুব্বর।
সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে মাগুরা-কুনিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়।
এঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক