এপ্রিলে সড়ক দুর্ঘটনায় ৫৮৮ জনের প্রাণহানী

শিরোনাম

গোবিন্দগঞ্জে খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

By admin

May 11, 2022

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সিহাব হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার খলসি এলাকায় মৌসুমি তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সিহাব উপজেলার রাজা বিরাট এলাকার মিজানুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার।

 

প্রত্যক্ষদর্শীরা বলছে, সকাল ৮টার দিকে সিহাব বাড়ি থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে গোবিন্দগঞ্জে শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে মৌসুমি তেলের পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সিহাব। পরে স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।