গোপালগঞ্জে ১৩ মামলায় ১৫ হাজার আসামি

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫

গোপালগঞ্জে ১৩ মামলায় ১৫ হাজার আসামি
নিউজটি শেয়ার করুন

 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলার ঘটনায় নতুন করে আরেকটি মামলা হয়েছে।

 

 

মঙ্গলবার (২৯ জুলাই) গোপালগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইন এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি হয়। থানার পরিদর্শক (অপারেশন) মো. মতিয়ার মোল্লা মামলা করেন।

 

 

এতে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের ৪৪৭ নেতাকর্মী ও সমর্থকদের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া পাঁচ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়। এই মামলায় মোট আসামি ৫ হাজার ৪৪৭ জন।

 

 

গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, গোপালগঞ্জের সাবেক পৌর মেয়র শেখ রকিব হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী (লেকু), জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এম মাসুদ রানা, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিতীশ রায়, শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক আলিমুজ্জামান (বিটু) এবং শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমী।

 

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৬ জুলাই এনসিপির গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চের সমাবেশস্থলে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। আসামিরা রাষ্ট্র ও সরকারবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত করেন। সরকারি কাজে বাধাদান ও সরকারি কর্মচারীদের আক্রমণ করে হত্যার উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করে যৌথ বাহিনীর সদস্যদের মারধর ও গুরুতর জখম করেন।

 

 

এ নিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ও পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে মোট ১৩টি মামলা হলো। সদর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থানায় এসব মামলা করা হয়। ১৩টি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ হাজার ৬৩০ জনকে আসামি করা হয়েছে।

 

 

এর আগে ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এতে ৪ জনের মৃত্যু হয়। পরের দিন ১৭ জুলাই গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও ১ জনের। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় পাঁচজনে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ