পটুয়াখালী

গৃহবধূকে ধর্ষণ, রাঙ্গাবালীতে আ.লীগ নেতা গ্রেফতার

By admin

October 18, 2021

 

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রোববার (১৭ অক্টোবর) রাতে ওই গৃহবধূর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পরপরই প্রধান অভিযুক্ত হাসান মৃধাকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

এর আগে গত শনিবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার ছোটবাইশদিয়া ইউনিয়নের ছোটবাইশদিয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

 

গ্রেফতার হাসান মৃধা ছোটবাইশদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

 

মামলা সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসান মৃধা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে ওই গৃহবধূর স্বামীর ঘরে ঢুকে তার চোখ-মুখ গামছা দিয়ে বেঁধে ফেলেন। গরম বস্তু দিয়ে গৃহবধূর বাম হাতে এবং কোমড়ে ছ্যাঁকা দেন। একপর্যায়ে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি গৃহবধূর দুই হাত চেপে ধরে রাখেন আর হাসান মৃধা তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় রোববার রাতে ওই গৃহবধূর মা বাদী হয়ে হাসান মৃধার নাম উল্লেখ করে আরও একজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

 

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। আসামি হাসান মৃধাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।