বিনোদন

গুরুতর অসুস্থ অভিনেত্রী আনোয়ারা কাউকে চিনতে পারছেন না

By admin

March 23, 2022

 

নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ ঢাকাই ছবির বর্ষীয়ন অভিনেত্রী আনোয়ারা গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী। কয়েকদিন আগেই ব্রেন স্ট্রোক করেন এ অভিনেত্রী। বর্তমানে তার শারীরিক অবস্থার এতোটাই অবনতি যে, কাউকে চিনতে পারছেন না। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে আনোয়ারার এমন পরিস্থিতি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারার মেয়ে মুক্তি।

 

মুক্তি গণমাধ্যমকে বলেন, ‘মায়ের অবস্থা ভালো নয়। কাউকে চিনতে পারছিলেন না কয়েকদিন ধরে। চোখেও ঝাপসা দেখছিলেন। কয়েকদিন আগে আম্মার ব্রেন স্ট্রোক হয়। তখন থেকেই এ সমস্যা দেখা দেয়। আমাকেও চিনতে পারতেন না। তবে আল্লাহর রহমতে এখন একটু ভালো। এখন বাসায়ই চিকিৎসা চলছে। ডাক্তার বলেছেন, ধীরে ধীরে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তির সমস্যা ঠিক হয়ে যাবে।

 

তিনি আরো জানান, গত ১১ মার্চ রাতে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ঢাকার রামপুরার বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয় আনোয়ারাকে। ১০ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন অভিনেত্রী।

 

আজ বুধবার (২৩ মার্চ) আনোয়ারাকে আজীবন সম্মাননা দিতে যাচ্ছে রাষ্ট্র। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল অব ফেম মিলনায়তনে বসছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’–এর আসর। সেখান থেকে এই পুরস্কার নেওয়ার কথা ছিল আনোয়ারার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সশরীরে পুরস্কারটি তিনি গ্রহণ করতে পারছেন না বলে জানিয়েছেন তার মেয়ে।