আন্তর্জাতিক

গুজরাটে ঝুলন্ত সেতু ধসে নিহত বেড়ে ৯১

By admin

October 31, 2022

 

ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ধসে এ পর্যন্ত ৯১ জন নিহত হয়েছেন। এখনো অন্তত ১০০ জন পানির নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ আমলে গুজরাটের মোরবিতে নির্মিত এ সেতুটি গত সপ্তাহে মেরামত শেষে চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যায় সেতুটি ভেঙে পড়ার সময় সেখানে প্রায় ৫০০ জন লোক ছিল। গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মের্জা এনডিটিভিকে বলেন, গত সপ্তাহে সেতুটি সংস্কার করা হয়েছে। আমরাও হতবাক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সরকার এই ট্র্যাজেডির দায় নিচ্ছে।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ গুজরাটেই আছেন বলে এনডিটিভি জানিয়েছে।