ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২২
প্রথমবার সৌদি আরবে গান গাইতে যাচ্ছেন ফোকসম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগম। ইতোমধ্যে তিনি রওনা দিয়েছেন। তাঁর সঙ্গে আছেন পরিবারের কয়েকজন সদস্য৷ সেইসঙ্গে আছেন তার গানের দলের সদস্যরাও।
গায়িকা জানান, ২১ অক্টোবর সৌদি আরবের জেদ্দা শহরে গান করবেন তিনি। এর আগে বৃহস্পতিবার (২০ অক্টোবর) মক্কা ও মদিনা জিয়ারত করবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মমতাজ। সেখানে তিনি লেখেন, ‘নিয়তগুণেই বরকত, উদ্দেশ্য পবিত্র মক্কা-মদিনা জিয়ারত। তারপর নিজের কর্ম, দোয়ার দরখাস্ত রইল। ’
মমতাজ বলেন, ‘এর আগে ইউরোপ-আমেরিকার নানা দেশে গান করেছি। মধ্যপ্রাচ্যেও গিয়েছি একাধিকবার৷ তবে এবারই প্রথম সৌদি আরবে গাওয়া হবে। আশা করি সৌদিপ্রবাসী ভাইবোনদের সঙ্গে দারুণ অভিজ্ঞতা হবে। ’ মমতাজ কনসার্ট শেষে কিছুদিন সৌদিতে অবস্থান করবেন। চলতি মাসেই আবার দেশে ফিরবেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক