ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: গাজীপুরের কোনাবাড়ি জেলখানা রোড এলাকায় ঝুট গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। শনিবার রাত ১টা ৩০ মিনিটে প্রথমে একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুনের মাত্রা বেড়ে আশপাশের প্রায় শতাধিক ঝুট গোডাউনে ছড়িয়ে পড়ে।
আগুনের খবরে গাজীপুর সদর থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, ডিবিএল থেকে ১টি, টঙ্গী থেকে ১টি ও কালিয়াকৈর থেকে ২টিসহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, খবর পেয়ে রাত ২টার দিকে প্রথমে গাজীপুর সদর থেকে ৩টি ইউনিট ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুনের মাত্রা বেড়ে যাওয়ায় টঙ্গীসহ কালিয়াকৈর থেকে মোট ৭টি ইউনিট কাজ করছে। তবে পানির সংকটের জন্য আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।
পাশাপাশি ঝুটের গোডাউন থেকে প্রচুর ধোঁয়া বের হওয়ার কারণে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণ করতে সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক