শিরোনাম

গাজীপুরে অতিরিক্ত ডিআইজির বাসভবনে ডাকাতি

By admin

May 31, 2025

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকায় অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাসভবনে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) রাত ৩টার পর মুখোশধারী ১০-১২ জনের একটি ডাকাতদল বাড়িটিতে হামলা চালায় এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

 

 

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিনতলা বিশিষ্ট ওই বাড়ির প্রতিটি তলায় তল্লাশি চালিয়ে ডাকাতরা ঘরের মালামাল তছনছ করে। তারা ভুক্তভোগীর পিতা মোহাম্মদ নাজমুল আলমকে হাত-পা বেঁধে রেখে নির্বিঘ্নে ডাকাতি চালায়।

 

 

খবর পেয়ে সকালে কালিয়াকৈর থানা ও মৌচাক পুলিশ ফাঁড়ির একাধিক সদস্য ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।

 

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি তদন্ত করে দেখছি।’

 

 

এর আগেও ঠেঙ্গারবান্দসহ কালিয়াকৈর থানাধীন বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। চলতি বছরে ডাকাতির মাত্রা বাড়ায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে চরম উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে।