ঢাকা ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ বরিশালের আগৈলঝাড়ায় একটি বিশাল আকৃতির গাছের ডাল ভেঙ্গে পরে একটি দোকন ঘর ভেঙ্গে যায় এবং তিনজন আহত হয়। শনিবার বিকেলে বাশাইল বাজারে সাপ্তাহিক হাটে বেঁচাকেনা চলছিল। হঠাৎ করে রেইনট্রি গাছের একটি বিশাল আকৃতির মরা ডাল ভেঙ্গে পরে। এসময় হাটের এক ব্যবসায়ীর দোকান ঘর ভেঙ্গে গিয়ে বিদ্যুৎতের ২২০ ভোল্টের তার ছিড়ে যায় এবং ব্যবসায়ীদের নিত্যপন্য নষ্ট হয়ে যায়।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের সপ্তাহের হাট ছিল শনিবার।
শনিবার বিকেলে হাটের নিত্যপন্য কাঁচামাল বিক্রির জন্য বাকাল গ্রামের ব্যবসায়ী সিরাজ ফকির, বাবুল মোল্লা ও বাশাইল গ্রামের সুজন হাওলাদার বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি শুরু করেন। হঠাৎ করে হাটের একশত বছরের পুরানো গাছের একটি ডাল ভেঙ্গে পরে ওই তিন ব্যবসায়ীর মালামাল ক্ষতিসহ তারা আহত হয়।
পরে বাজারে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গাছের ডালের কারনে ছলেমান সরদারের দোকানের আংশিক অংশ ভেঙ্গে যায়। ব্যবসায়ীদের দাবি ওই গাছটির ডালগুলো দ্রুত কেটে দিলে হয়তো বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।
বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, সামান্য ঝড়বৃষ্টি বা দমকা বাতাসে গাছের ডাল এমনকি গাছও ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে রাস্তার পাশে মরা গাছটি দাঁড়িয়ে থাকায় চরম ঝুঁকি নিয়ে চলছে বাজারে আসা পথচারীরা। যে কোন মূহুর্তে ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনাও। তাই বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ মরা গাছটি জরুরিভাবে অপসারণ করা প্রয়োজন বলে জানিয়েছেন তারা।
সরেজমিন গিয়ে দেখা যায়, বাশাইল বাজারের মধ্যে এই রাস্তা দিয়ে বিভিন্ন গ্রামের লোকজন প্রতিনিয়ত যাতায়াত করে। কয়েকটি গ্রামের লোকজন যাতায়াত করায় ব্যস্ততম হয়ে পড়েছে এই রাস্তাটি। তাছাড়া কয়েকটি গ্রামের মানুষের উপজেলায় এবং ইউনিয়ন পরিষদ ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার প্রধান রাস্তা এটি।
স্থানীয় বিএম মনির জানান, মরা গাছের কারণে আতঙ্কের মধ্য দিয়ে যাতায়াত করতে হয় এই রাস্তায় চলাচল করা লোকজনদের। একাধিকবার গাছ অপসারন করার অনুরোধ করেও কোন লাভ হয়নি। এরই মধ্যে ভেঙ্গে পরলো বিশাল আকৃতির একটি ডাল। যদি গাছটি কেটে অপসারন করা না হয় তাহলে আবারও ভেঙ্গে পরে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। গাছটির এমন পরিস্থিতি হওয়া সত্বেও নজরদারী নেই কর্তৃপক্ষের। এমন অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।
এব্যাপারে রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার জানান, বন বিভাগের মাধ্যমে মরা গাছটি অবশ্যই দ্রুত অপসারণ করা হবে। আমি দ্রুত মরা গাছটি এই জনগুরুত্বপূর্ণ বাজার থেকে কেটে ফেলার ব্যবস্থা গ্রহন করবো।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক