রাজনীতি

গাংনী উপজেলা আ.লীগের সভাপতি খোকন, সম্পাদক মুকুল

By admin

April 11, 2022

 

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মকলেছুর রহমান মুকুল।

 

গতকাল রোববার সন্ধ্যার পর গাংনী হাইস্কুল মাঠে কেন্দ্রীয় নেতা বিএম মোজাম্মেল হক সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর ১ আসনের সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সাবে পৌর মেয়র আহম্মেদ আলী প্রমুখ।

 

কাউন্সিলে মোট ২২ টি ভোটের মধ্যে সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মুকুল ২২ ভোট পান। গাংনী উপজেলা ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে ৬ জন ও সাধারণ সম্পাদক পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দন্বীতা করেন।