শিরোনাম

গাংনী উপজেলা আ’লীগের সম্মেলনে সংঘর্ষে আহত ৫

By admin

April 10, 2022

 

মেহেরপুর প্রতিনিধিঃ দেড়যুগ পর মেহেরপুরে গাংনী উপজেলা আওয়ামী লীগের ক্রিবার্ষিক সম্মেলন শুরুর আগে চেয়ারে বসাকে কেন্দ্র করে সভাপতি প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মহিবুল ইসলাম নামে এক যুবলীগ কর্মী আহত হয়েছে।

 

রোববার ৩টার দিকে গাংনী পাইলট মাধ্যািমক বিদ্যালয়ে শুরু হওয়া সম্মেলনে সামনের সারিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। আহত মহিবুল ইসলাম গাংনী থানা পাড়ার ইব্রাহিম জোয়ার্দ্দারের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাংনীর সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামনের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়।

 

উপজেলার নানা প্রান্ত থেকে একের পর এক ছোট বড় মিছিল নিয়ে উপজেলার নেতাকর্মীরা সম্মেলন যোগ দেন। এতে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত সামিয়ানা টাঙ্গানো এলাকা নেতাকর্মীদের পদচারনায় মুখরিত হতে শুরু করে।

 

এক পর্যায়ে এস এম নাজমুল হক সাগরের নেতৃত্বে একটি মিছিল মঞ্চের দিতে স্লোগান দিতে দিতে এগিয়ে আসে। মিছিলে থাকা কর্মীদের মধ্যে সামনে চেয়ারে বসাকে কেন্দ্র করে সাংসদ সাহিদুজ্জোমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একে অপরের মধ্যে ফেস্টুনে বাধা কাঠের বাটাম খুলে একে অপরকে মারতে থাকে । এক পর্যায়ে যুবলীগের কর্মী মহিবুল ইসলামের মাথা ফেটে যায় । এ সংঘর্ষে আরো ৫জন আহত হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষনিকভাবে বাকিদের নাম জানা সম্বভ হয়নি । আহত মহিবুল ইসলামকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সমাবেশে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিলো একারণে সমাবেশে সংঘর্ষ বাধার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এখন সমাবেশ সাভাবিকভাবে চলছে।