খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) ইমরান মাহমুদ (২৬) আত্মহত্যা করেছেন।
বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার বাসাটি খালিশপুর হাসপাতালের পেছনে কেপিসিএলের ডরমেটরির তৃতীয় তলায়। বিষয়টি নিশ্চিত করেছেন কেপিসিএলের জিএম রেজাউল করিম।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, কেপিসিএলের এক প্রকৌশলী আত্মহত্যা করেছেন এমন তথ্যে পুলিশ ঘটনাস্থনে গিয়েছে।