ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২১
পটুয়াখালীতে উপ খাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় এক পরীক্ষার্থীর কাছ থেকে ডিভাইস উদ্ধার করা হয়।
সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র থেকে শিমু আক্তারকে আটকের পর তার সঙ্গে সংশ্লিষ্ট থাকায় আরও ৫ জনকে জিজ্ঞাসা বাদের জন্য থানায় আনা হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন এলাকা থেকে মাকসুদুর রহমান, মো. রাসেল, জহিরুল ইসলাম, কাওছারুল আলম, মো. ইউসুফ সোহেলকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর পরীক্ষা নিয়ন্ত্রক ইয়ারুল হক জানান, সকাল ১০টায় পরীক্ষা শুরু হয় এবং সাড়ে ১১টায় পরীক্ষা শেষ হয়। সকাল সোয়া ১০টার দিকে পরীক্ষার হলের পরিদর্শকের কাছে শিমু আক্তার নামে এক পরীক্ষার্থীকে সন্দেহ হলে ওই পরীক্ষার্থীকে তল্লাশি করে ডিভাইস উদ্ধার করা হয়।
এ সময় হলের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করলে তিনি আইনগত পদক্ষেপ গ্রহণ করেন। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে মোট ৯০০ পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও ৩৬২ জন পরীক্ষায় অংশ নেন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
পটুয়াখালী জেলায় মোট ১৫টি সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই জেলায় প্রায় ১০ হাজার পরীক্ষার্থী অংশ নেন।
এ বিষয়ে বিস্তারিত জানিয়ে পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দেয়ার কথাও জানান ওসি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক