নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের বানারীপাড়া উপজেলায় অবস্থিত খলিসাকোটা মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।।
বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১২ টায় স্কুলের হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মোঃ সহিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকমন্ডলী।
এসময় উপস্থিত শিক্ষকমন্ডলী বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ভাল ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে সুখী সমৃদ্ধ দেশ গঠনে অংশগ্রহণের জন্য আহ্বান জানান ।