বিনোদন

কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব আর নেই

By admin

September 21, 2022

 

বলিউডের জনপ্রিয় কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব মারা গেছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে দিল্লির ‘এইমস’ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৫৮ বছর বয়সী এ অভিনেতা।

 

 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত মাসের ১০ আগস্ট জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন এ শিল্পী।

 

 

এ অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে ১৫ দিন হাসপাতালে ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে লড়াই করেন তিনি। এরপর শারীরিক অবস্থার উন্নতি লক্ষ করেন চিকিৎসকরা। তবে ১ সেপ্টেম্বর আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন এ শিল্পী।

 

অসুস্থতার সঙ্গে জ্বর দেখা দিলে রাজুকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এ বিষয়ে রাজুর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক অনিল মুরারকা জানান, হার্ট অ্যাটাকের পর প্রথমে তার অ্যানজিওপ্লাস্টি হয়। দুটি স্টেন্টও বসে। কিন্তু তাতে হার্ট সচল হলেও রাজু সুস্থ হননি। হার্ট সচলের পাশাপাশি মস্তিষ্ক সচল থাকায় তাকে ভেন্টিলেশন সাপোর্টেই রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

 

 

টানা ২০ দিন এভাবে চিকিৎসা চলছিল। কিন্তু বুধবার (২১ সেপ্টেম্বর) হঠাৎ সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন জনপ্রিয় এ কৌতুক অভিনেতা।

 

 

উল্লেখ্য, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ দিয়ে দর্শকদের মন মাতিয়েছিল রাজু শ্রীবাস্তব। কমেডি নাইটস, বিগ বস, নাচ বালিয়ের মতো জনপ্রিয় টিভি শোতেও তাকে অভিনয় করতে দেখা গেছে।