খেলাধুলা

কোপায় আজ রাতে মুখামুখি হবে আর্জেন্টিনা-চিলি

By admin

June 14, 2021

ব্রাজিল-ভেনিজুয়েলা ম্যাচ দিয়ে কাল রাতে পর্দা উঠেছে কোপা আমেরিকার। আজ মাঠে নামছে আরেক লাতিন পরাশক্তি আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ রাত ৩টায় রিও ডি জেনিরোয় চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে ২৮ বছরের শিরোপাখরা কাটানোর অভিযান শুরু করবেন মেসিরা।

 

অনুশীলনে পায়ের পেশিতে চোট পাওয়ায় কোপার পুরো গ্রুপপর্ব থেকেই ছিটকে গেছেন চিলির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সানচেজ। তাকে হারানো চিলির জন্য বিশাল এক ধাক্কা। আপাতত দেশেই চলবে তার পুনর্বাসন। সেরে উঠলে নকআউটপর্বের আগে ব্রাজিলে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন সানচেজ।

 

আর্জেন্টিনা দলেও ছোটখাটো চোট সমস্যা আছে। তবে কোচ লিওনেল স্কালোনিকে বেশি ভাবাচ্ছে নড়বড়ে রক্ষণ। আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে আছেন আগুয়েরো, মার্তিনেজ, ডি মারিয়ার মতো তারকারা। তারপরও বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচেই হোঁচট খেয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই ১৯৯৩ সালে সবশেষ কোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর বড় কোনো টুর্নামেন্টে আর চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। এবারের কোপাই হয়তো দেশের জার্সিতে মেসির শিরোপার হাহাকার ঘোচানোর শেষ সুযোগ। ২০১৫ ও ২০১৬ আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারার দুঃখ ভোলার সুযোগ এবার প্রথম ম্যাচেই।

 

কোপায় আজ

আর্জেন্টিনা ও চিলি

প্যারাগুয়ে ও বলিভিয়া

(রাত ৩টা ও আগামীকাল ভোর ৬টা)