ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২১
কোপা আমেরিকায় আর্জেন্টিনার পেনাল্টি ভাগ্য ভালো নয়। দুইবার পেনাল্টি শুটআউটে হেরে শিরোপা খোয়াতে হয়েছে আলবিসেলেস্তেদের। এবারের সেমিফাইনালেও যখন কলম্বিয়ার বিপক্ষে খেলা গড়াল টাইব্রেকে, হয়তো মুষড়ে পড়েছিলেন লাখো কোটি আর্জেন্টিনা ভক্ত।
শেষ পর্যন্ত পেনাল্টি জুজু কাটিয়ে ফাইনালে পৌঁছেছে লিওনেল মেসির দল। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকে।
পেনাল্টি শুটআউটের টাইব্রেকে পাঁচটির মধ্যে তিনটি শটই মিস করে কলম্বিয়া। আর লিওনেল মেসির লক্ষ্যভেদ দিয়ে শুরু করে একটি মাত্র টার্গেট হাতছাড়া করে আর্জেন্টিনা।
ফলে পেনাল্টিতে ৩-২ ব্যবধানে জিতে ব্রাজিলের বিপক্ষে ফাইনাল নিশ্চিত করে ১৪ বারের কোপা আমেরিকা বিজয়ীরা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক