ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, কোনো বাটপার নেতার পেছনে আমি রাজনীতি করি না। আমি বঙ্গবন্ধুর আদর্শের, শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি করি। আর তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের।
বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিনে কোম্পানীগঞ্জের বসুরহাট জিরোপয়েন্টের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের আগে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার নেত্রী (শেখ হাসিনা) আমাকে বলেছে তুমি শান্ত থাকো। আমি শান্ত আছি। আমি সব কাগজপত্র রেডি করে রেখেছি, সেগুলো শেখ হাসিনার হাতে তুলে দেব।
তিনি আরও বলেন, নোয়াখালীর ডিসি, এসপি, ডিবির ওসি, ইউএনও, কোম্পানীগঞ্জ থানার ওসি, ওসি তদন্তের প্রত্যাহার না হলে কোম্পানীগঞ্জে শান্তি আসবে না।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক