আন্তর্জাতিক

কে হচ্ছেন ভারতের নতুন প্রেসিডেন্ট

By admin

July 18, 2022

 

ভারতের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার। এবারের নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের (এনডিএ) প্রার্থী দ্রৌপদী মুর্মু। আর বিরোধী দলগুলোর প্রার্থী যশবন্ত সিনহা। প্রেসিডেন্ট নির্বাচনে দ্রৌপদী মুর্মু বনাম যশবন্ত সিন্‌হার লড়াইয়ে ভারতের জাতীয় সংসদ ও বিধানসভার সদস্যরা ভোট দিচ্ছেন। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট-গণনা হবে ২১ জুলাই। খবর এনডিটিভির

 

নির্বাচনের এক দিন আগে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু বলেন, তিনি প্রার্থী হওয়ায় দেশের জনজাতি ও মহিলারা আনন্দিত। এনডিএ এর সংসদ সদস্যদের সমর্থন চেয়ে তিনি বলেন, ‘আমাকে প্রার্থী করায় আদিবাসী ও মহিলাদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। দেশে দশ কোটি জনজাতির মানুষ রয়েছেন। আদিবাসীদের মধ্যে সাতশোর বেশি সম্প্রদায় রয়েছে। সকলেই আমার মনোনয়নে আনন্দিত।’

 

বিজেপি হিসাব অনুযায়ী, দ্রৌপদী মোট ভোটের অন্তত ৬২ শতাংশ ভোট পেয়ে জিততে চলেছেন।

 

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে যশবন্ত সিন্‌হা প্রায় রোজই মুখ খুলে নিজের কথা বললেও মুর্মু প্রকাশ্যে মুখ খোলেননি। আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, প্রেসিডেন্ট পদে নির্বাচন হচ্ছে। এটা প্রেসিডেন্ট ভবনে মূর্তি বসানো নয়। তার বক্তব্য, ‘আমরা রাষ্ট্রপতি ভবনে কোনো মূর্তি চাই না। সবাই যশবন্ত সিন্‌হার কথা শুনেছেন। কিন্তু শাসক দলের প্রার্থীর কথা শোনাই যায়নি। সংবাদমাধ্যমও তার কথা শোনেনি।’

 

বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিন্‌হা গোটা দেশ জুড়ে প্রচার করেছেন। তিনি সব দলের কাছেই ভোট চেয়ে বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন কোনো ব্যক্তির লড়াই নয়। মতাদর্শের লড়াই। তিনি দেশের গণতন্ত্র রক্ষার পক্ষে লড়ছেন। বিপরীত দিকে মুর্মুকে যারা প্রার্থী করেছেন, তারা রোজ গণতন্ত্রের উপরে হামলা চালাচ্ছেন।

 

বিজেপি মনে করছে, দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে মুর্মু দেশের প্রথম আদিবাসী নারী হিসেবে পঞ্চদশ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। গত রাষ্ট্রপতি নির্বাচনে রামনাথ কোবিন্দ ৬৫.৬৫ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন।

 

কারণ বিজেপি তথা এনডিএ-র বাইরেও বিজেডি, ওয়াইএসআর কংগ্রেস, বিএসপি, তেলুগু দেশম, জেডিএস, অকালি দল, শিবসেনা, জেএমএম মুর্মুকে সমর্থন করছেন। এর বাইরে অন্য দলের অনেকে মুর্মুকে ভোট দিতে পারেন।

 

বিজেপি সভাপতি জে পি নড্ডা শনিবারই দলের সাংসদদের বলেছিলেন, এনডিএ-র ১০০ শতাংশ ভোট যাতে মুর্মুর ঝুলিতে পড়ে, তা নিশ্চিত করতে হবে।

 

ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে সাংসদ, বিধায়কদের ব্যালটে প্রথম, দ্বিতীয় পছন্দ জানিয়ে ভোট দিতে হয়। এখানে ইভিএম ব্যবহার করা হয় না। বেগুনী রঙের কালির পেন দিয়ে ভোট দিতে হবে। সাংসদদের জন্য থাকবে সবুজ ব্যালট পেপার, বিধায়কদের জন্য গোলাপি রঙের।