সারাবাংলা

কোটপতি ড্রাইভার মালেকের জামিন নামঞ্জুর

By admin

October 05, 2020

 

অস্ত্র ও জাল টাকার ২ মামলায় স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আবদুল মালেককে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সিএমএম আদালত মালেকের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এদিন অস্ত্র উদ্ধার ও জাল টাকা উদ্ধারের ঘটনায় করা ২ মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে মালেককে আদালতে হাজির করে পুলিশ। পরে দুই ২ মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে মালেককে কারাগারে আটক রাখার আবেদন করেন।

 

অন্যদিকে মালেকের আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী আসামি মালেকেন জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

গত ২১ সেপ্টেম্বর অস্ত্র ও জাল টাকার পৃথক ২ মামলায় মালেককে ১৪ দিনের রিমান্ড দেন আদালত। গত ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে গাড়িচালক আবদুল মালেক গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইলফোন উদ্ধার করা হয়। ঘটনার পর তুরাগ থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের করা হয় মালেকের বিরুদ্ধে।