পটুয়াখালী

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন

By admin

October 06, 2022

 

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ৫ ফুট দৈর্ঘ্যের একটি শুশুক প্রজাতির মৃত ডলফিন ভেসে এসেছে। এটির প্রস্থ দেড় ফুট। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ৯টার দিকে সৈকতের গঙ্গামতি এলাকায় ডলফিনটি দেখতে পান স্থানীয়রা।

 

 

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, ডলফিনটি কয়েক ঘণ্টা আগে সাগরে মারা গেছে। ডলফিনটির রং এখনো পরিবর্তন হয়নি। তবে পেট ফাটা রয়েছে। মুখে জাল প্যাচানো রয়েছে। জেলেদের জালে মুখ আটকানোর কারণে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

 

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে আমাদের একটি টিম পাঠানো হয়েছে। এটি বালু চাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

 

 

এ নিয়ে চলতি বছর সৈকতে মোট ১৮টি মৃত ডলফিন ভেসে এলো। বার বার মৃত ডলফিন ভেসে আসায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।