ঢাকা ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২২
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত একটি লাশ। সোমবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে সৈকতের জিরোপয়েন্ট সংলগ্ন ডাক বাংলোর সামনে থেকে লাশটি উদ্ধার করেন পুলিশ।
লাশটি পুরোপুরি পচে যাওয়ায় বয়স শনাক্ত করা সম্ভব হয়নি পুলিশের পক্ষে। তবে এটি একটি পুরুষের লাশ সে তারা নিশ্চিত করেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গভীর সাগর থেকে লাশটি সৈকতের তীরে ভেসে আসে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, ঝড়ের কবলে পরে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া কোনো এক জেলের লাশ এটি হতে পারে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার বয়স ও পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক