এপ্রিলে সড়ক দুর্ঘটনায় ৫৮৮ জনের প্রাণহানী

পটুয়াখালী

কুয়াকাটা থেকে ফেরার পথে বাসচাপায় কিশোরের মৃত্যু

By admin

February 06, 2021

 

পটুয়াখালী : পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাটে বাসের চাপায় রিয়াদ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।

 

পরিবারসহ সমুদ্র সৈকত কুয়াকাটায় ভ্রমণ শেষে ফেরার পথে থেকে শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) রাতে দুমকি উপজেলার কুয়াকাটা-বরিশাল মহাসড়কের লেবুখালী প্রান্তে (দক্ষিণ পাড়) এ দুর্ঘটনা ঘটে।

 

রিয়াদ মাদারীপুর সদর উপজেলার ঝিকরাদি ইউনিয়নের ঘটমাঝি গ্রামের আবু মোল্লার ছেলে। সে স্থানীয় একটি টেকনিক্যাল স্কুলের ছাত্র।

 

রিয়াদের চাচা বাবু মোল্লা বলেন, আমরা এলাকাবাসীসহ আমরা পারিবারিক বনভোজনে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বেড়াতে আসি। কুয়াকাটা থেকে ফেরার পথে ফেরিঘাটে পরিবহনের দীর্ঘ লাইন থাকায় আমরা গাড়ি থেকে বাইরে বের হই নাস্তা করার উদ্দেশে।

 

সেসময় নিয়ম ভঙ্গ করে কুয়াকাটা এক্সপ্রেস নামে একটি পরিবহন তড়িঘড়ি করে ফেরিতে উঠতে গেলে রিয়াদ বাসের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনার পর পরিবহনটি ঘুরিয়ে পটুয়াখালীর দিকে পালিয়ে যায়।

 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পটুয়াখালী পুলিশের কাছে বার্তা পাঠানো হয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।