কুয়াকাটায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

কুয়াকাটায় ৩টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর । শনিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টা থেকে ৩ পর্যন্ত কুয়াকাটা সদর রোড এলাকায় জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম এ অভিযান পরিচালনা করেন ।

 

এসময় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার আইন ২০০৯ অনুযায়ী ১৫ হাজার টাকা, ১০হাজার টাকা ও ১টি অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১২ হাজার টাকাসহ সর্বমোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয় ।

 

এসময় উপস্থিত ছিলেন মহিপুর থানার এ.এস.আই সোলাইমান, সেনেটারি ইন্সপেক্টর, ক্যাব ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ