শিরোনাম

কুয়াকাটায় সড়কের পাশে ফেলা হচ্ছে বর্জ্য

By admin

February 08, 2023

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুরবন পৌছানোর একমাত্র সড়কের দুই পাশে বর্জ্যে একাকার হয়ে আছে। প্লাস্টিক-পলিথিন থেকে শুরু করে পঁচাবাসি খাবার, মরা পশু-পাখি পর্যন্ত ফেলা হয় সড়কটির দুই পাশে। ফলে পর্যটকসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

 

 

স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার দুই পাশে কুয়াকাটা পৌরসভা এলাকার আবাসিক ও হোটেল মোটেলের সব ধরণের বর্জ্য ফেলছে।

 

 

দেখা গেছে, ময়লার দুর্গন্ধে ওই পথে চলাচল বন্ধের উপক্রম হয়েছে। এসব ময়লা আবর্জনা আগুনে পোড়ার সময় নির্গত ধোয়ায় গোটা এলাকা আচ্ছন্ন হয়ে যায়। আশপাশের বসবাসরত মানুষও বিপাকে পড়েছেন।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

স্থানীয় বাসীন্দা নুরুল হক জানান, পৌরসভার এই ময়লাগুলোকে ছড়িয়ে-ছিটিয়ে রাখার কারণে বাতাসে আশাপাশের বাড়িতে দুর্গন্ধে থাকা যায় না।কুয়াকাটা পৌরসভার আবর্জনা পোড়ানোর দায়িত্বে থাকা ফারুক হোসেন জানান, ময়লা রাস্তার দুই পাশে ফেলার পর পেট্রোল দিয়ে পোড়ানো হয়।

 

 

কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার জানান, কুয়াকাটায় পর্যটক বৃদ্ধির পাওয়ায় শহরের চেয়ে এখানে বেশি বর্জ্য হয়। তাই এখানে ডাম্পিং ব্যবস্থা না থাকায় সমস্যা হচ্ছে। শিগগিরই সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছের তিনি।