পটুয়াখালী

কুয়াকাটায় বজ্রপাতে জেলের মৃত্যু

By admin

June 15, 2021

 

 

কুয়াকাটার মম্বিপাড়া এলাকার আলমগীর বিশ্বাস (৪৮) নামের এক জেলে বজ্রপাতে মারা গেছেন। মঙ্গলবার (১৫ জুন) সকাল ৭টায় কুয়াকাটা সৈকতের গঙ্গামতি সৈকতে বাগদা রেণু শিকার করতে গেলে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) আনছার।

 

স্থানীয়রা উদ্ধার করে তার পরিবারকে খবর দেন। আলমগীর বিশ্বাসের এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে।

 

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনছার উদ্দিন বলেন, মম্বিপাড়া গ্রামের মৃত আপ্তার আলী বিশ্বাসের ছেলে আলমগীর বিশ্বাস মঙ্গলবার সকালে বজ্রপাতে মারা গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।