ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, জুন ১৫, ২০২১
কুয়াকাটার মম্বিপাড়া এলাকার আলমগীর বিশ্বাস (৪৮) নামের এক জেলে বজ্রপাতে মারা গেছেন। মঙ্গলবার (১৫ জুন) সকাল ৭টায় কুয়াকাটা সৈকতের গঙ্গামতি সৈকতে বাগদা রেণু শিকার করতে গেলে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) আনছার।
স্থানীয়রা উদ্ধার করে তার পরিবারকে খবর দেন। আলমগীর বিশ্বাসের এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে।
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনছার উদ্দিন বলেন, মম্বিপাড়া গ্রামের মৃত আপ্তার আলী বিশ্বাসের ছেলে আলমগীর বিশ্বাস মঙ্গলবার সকালে বজ্রপাতে মারা গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক