পটুয়াখালী

কুয়াকাটায় পরিত্যক্ত অবস্থায় ৫ মণ জাটকা জব্দ

By admin

November 29, 2020

 

পটুয়াখালী কুয়াকাটা থেকে পাঁচ মণ জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কুয়াকাটা মেয়র মৎস্য মার্কেটের সামনে পরিত্যক্ত অবস্থায় দুইটি প্লাস্টিকের বস্তায় এসব জাটকা জব্দ করা হয়।

 

পরে উপজেলা সহকারী মৎস্য অফিসার নেছার উদ্দিনের উপস্থিতিতে সেগুলো স্থানীয় এতিমখানাসহ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

 

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদ হোসেন মোল্লা জানান, উদ্ধার করা জাটকার অনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।