পটুয়াখালী

কুয়াকাটায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার দুই জেলে আটক

By admin

October 08, 2022

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুয়াকাটায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে হাসেম ফরাজী (৪০) ও হাসান (৩৮) নামের দুই জেলেকে আটক করেছে নৌপুলিশ।

 

 

এ সময় তাদের কাছ থেকে ২১শ’ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। শুক্রবার সন্ধ্যায় কুয়াকাটার গঙ্গামতী চর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়। আটকৃতদের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নে।

 

 

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আখতার মোর্শেদ জানান, মা ইলিশ রক্ষার অভিযানে প্রথম দিনে তাদের মাছ শিকাররত অবস্থায় আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।