কুয়াকাটায় ইয়াবাসহ দুই বোন গ্রেফতার

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২২

কুয়াকাটায় ইয়াবাসহ দুই বোন গ্রেফতার
নিউজটি শেয়ার করুন

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৬৫৫ পিস ইয়াবাসহ দুই বোনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে মহিপুর থানার আলীপুর বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

 

আটক দুই নারী হলেন রহিমা বেগম (৩৭) ও খোদেজা (৩২)। তা‍ঁরা উত্তর নুনিয়াছড়া কক্সবাজারের বাসিন্দা সিকান্দার হাওলাদারের মেয়ে।

 

 

তা‍ঁরা দীর্ঘদিন কুয়াকাটা এলাকায় থেকে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

 

 

পুলিশ জানায়, গোপন সংবাদ ছিল আলীপুর চানমিয়া নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থেকে দুই বোন কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করেন। পরে পুলিশের একটি চৌকস দল বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় দুই বোনকে ৬৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

 

 

আটক দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ