পটুয়াখালী

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

By admin

June 26, 2023

 

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত ইরাবতী ডলফিন। এটির প্রস্থ দুই ফুট। রোববার (২৫ জুন) সৈকতের ফিশ ফ্রাই মার্কেট সংলগ্ন সৈকতে ডলফিনটি জোয়ারের পানিতে ভেসে আসে।

 

 

পটুয়াখালী ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু বলেন, ধারণা করা হচ্ছে গভীর সাগরে ডলফিনটি দুই থেকে তিনদিন আগে মারা গেছে। কীভাবে প্রাণীটি মারা গেছে সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। তবে এটির পেট এবং পিটে আঘাতের চিহ্ন রয়েছে।

 

 

তিনি আরও জানান, স্থানীয় লোকজন ডলফিনটি দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে আমরা বন বিভাগকে জানাই।

 

 

গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশের ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, কুয়াকাটা সৈকতে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির। ডলফিনটি জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে বলে ধারণা করছি।

 

মহিপুর বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। ডলফিনটির নমুনা সংগ্রহ করা হবে এবং পরে প্রাণীটিকে মাটি চাপা দেওয়া হবে।