ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: পটুয়াখালীর কুয়াকাটায় উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছে কয়েক হাজার স্থানীয় জনগণ। এ সময় তারা সড়কে অবস্থান নেওয়ায় কুয়াকাটা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।
জানা গেছে, কুয়াকাটা সৈকত থেকে বেড়িবাঁধ পর্যন্ত ৭৩ একর জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে ৫০ বছর ধরে মামলা চলে আসছিল। বুধবার (০৯ নভেম্বর) সরকারের পক্ষে রায় দেয় আদালত। শুক্রবার জেলা প্রশাসনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে কয়েক হাজার স্থানীয় জনগণ তাদের বাধা দেয়। এ সময় জেলা প্রশাসনের প্রতিনিধি দল স্থানীয় জনগণের পক্ষের প্রতিনিধিদের সঙ্গে ধানসিঁড়ি পরিদর্শন বাংলো (বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড) ভবনে বসেন।
স্থানীয় মাসুমা বেগম বলেন, আমাদের ঘর ভেঙে দিলে আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই।
সালাম নামে আরেকজন বলেন, আমি একজন জেলে। যখন মাছ পাই তখন ভালো খাবার খেতে পারি। যখন মাছ পাই না, খেতে পাই না। কাউকে বলতেও পারি না। ঘরে একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে। ঘর ভেঙে দিলে কোথায় যাব?
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সংকর চন্দ্র বৈদ্য বলেন, স্থানীয়দের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় দিয়েছি। ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের চেষ্টা করা হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক