পটুয়াখালী

কুয়াকাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবন্ধীকে মারধর!

By admin

August 08, 2022

 

 পটুয়াখালীর কুয়াকাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আঃ আজিজ বেপারি(৫৩) নামের এক প্রতিবন্ধীকে পিটিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকাল সাতটায় বেপারি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

 

 

আহত প্রতিবন্ধী আজিজ বেপারী মহিপুর থানার ৬ নং ওয়ার্ড মিছরি পাড়া গ্রামের বাসিন্দা ওজিউল্লাহ বেপারির ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

 

আহত সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালবেলা মোটরসাইকেল চালক শেখ ফরিদ জোর করে প্রতিবন্ধী আজিজ বেপারিকে বাড়ি নেয়ার চেষ্টা করে। এ নিয়ে উভয় এর মাঝে কথা কাটাকাটি হয়। তারই সূত্র ধরে ঘটনার দিন জাহাঙ্গীর আলম, শেখ ফরিদ, নিজাম, শাহজালাল সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিবন্ধী আজিজ বেপারির উপরে হামলা চালায়। এ সময় তার চিৎকার শুনে বাঁচাতে তার স্ত্রী ছুটে আসলে তাকেও শ্লীলতাহানীর চেষ্টা করে ও স্বর্ণালঙ্কার, নগদ ১৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

 

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করা হয়।

 

 

এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা জানান।