কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ পাঁচজন নিহত

প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

ভারতের জম্মু ও কাশ্মীরে দুটি ‘বন্দুকযুদ্ধ’ পাঁচজন নিহতের খবর দিয়েছে পুলিশ।

 

কাশ্মীর পুলিশের দাবি, নিহতরা পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের সদস্য।

 

শনিবার সন্ধ্যার দিকে জঙ্গিবিরোধী এক অভিযানে কাশ্মীরের দুটি জেলা পুলওয়ামা ও বাদগামে এই ‘বন্ধুকযুদ্ধ’ সংঘটিত হয়।

 

কাশ্মীর পুলিশের এক টুইট বার্তায় জানানো হয়, ‘১২ ঘণ্টার মধ্যে দুটি ‘বন্দুকযুদ্ধে’ পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গি সংগঠন এলইটি এবং জেইএম কমান্ডার নিহত হয়েছে। এর মধ্যে জেইএম কমান্ডার জাহিদ ওয়ানী এবং অন্য জঙ্গিরা নিহত হয়। এটা আমাদের জন্য একটা বড় সাফল্য।’

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, অভিযানের দায়িত্বে থাকা কর্মকর্তা জানান, বাদগাম জেলার চারার-ই-শরিফ এলাকায় এক জঙ্গি নিহত হন। পুলিশ তার কাছ থেকে একটি একে৪৭ রাইফেল উদ্ধারের দাবি করেছে।

 

কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বিজয় কুমার ‘বন্দুকযুদ্ধ’কে তাদের জন্য বড় সাফল্য বলে উল্লেখ করেছেন।

 

গত মাসে উপত্যকাটিতে বিভিন্ন বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অন্তত ২২ জঙ্গি নিহতের দাবি করেছে নিরাপত্তা বাহিনী।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ