ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২২
জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ পালিত হয়েছে।
মঙ্গলবার (২৫অক্টোবর) সকাল ১১ টায় কালিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়ে উপজেলা অডিটোরিয়ামে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সকলকে উদ্বুদ্ধ করতে হাত ধৌত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারবিন নীরি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খালিদ আহমেদ ওসমানীসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ অন্যান্যরা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক