কালিয়ায় বিনামূল্যে রবি ফসল বীজ-সার বিতরণ

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২২

কালিয়ায় বিনামূল্যে রবি ফসল বীজ-সার বিতরণ
নিউজটি শেয়ার করুন

 

জিহাদুল ইসলাম, কালিয়া প্রতিনিধিঃ রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় নড়াইলের কালিয়ায় সাড়ে ৪ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রবি ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এইসব কৃষি উপকরণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

 

কালিয়া উপজেলা কৃষি বিভাগ আয়োজিত উদ্বোধনী সভায় নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, ইউএনও মো.আরিফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) জহুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুবির কুমার বিশ্বাস প্রমূখ।

 

অনুষ্ঠান শেষে উপজেলার ৪ হাজার ৭৬০জন কৃষকের হাতে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারি বীজসহ, ডিএপি ও এমওপি সার তুলে দেয়া হয়।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ