শিরোনাম

কালিয়ায় পৌরসভা টাউন লেভেল কমিটির সভা অনুষ্ঠিত

By admin

November 09, 2022

 

জিহাদুল ইসলাম, কালিয়া নড়াইল: নড়াইলের কালিয়ায় পৌরসভা টাউন লেভেল কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় পৌর মেয়রের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরার সভাপতিত্বে টাউন লেভেল কমিটির ৫০ সদস্যসহ মুক্তিযোদ্ধা, শুশীল সমাজ ও সাংবাদিকদের উপস্থিতে অনুষ্ঠিত সভায় লোকাল গভারমেন্ট কোভিড-১৯ রেশপন্স এন্ড রিকভারি শীর্ষক প্রকল্প ও পৌরসভার সার্বিক উন্নয়ন সম্পর্কে বিষদ আলোচনা হয়।

 

এ সমং পৌর এলাকার বিভিন্ন সমস্য সম্পর্কে সদস্যরা মেয়রকে অবহিত করেন এবং জনগুরুত্ব বিবেচনা করে চলতি বাজেটে সম্পন্ন করার আশ্বাস দেন তিনি।