কালিয়ায় ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২

কালিয়ায় ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিউজটি শেয়ার করুন

 

জিহাদুল ইসলাম, নড়াইলঃ নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ও পেড়লী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর (বুধবার) বিকেল ৩ টায় উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার, দায়িত্বপ্রাপ্ত রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বিশ্বাস সুজন কুমার, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলমসহ নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।

 

 

বক্তারা প্রার্থীদের আচরণবিধিসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। উল্লেখ্য, আগামী ০২ নভেম্বর উপজেলার পাঁচগ্রাম ও পেড়লী ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম মেশিনে অনুষ্ঠিত হবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ