ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২
জিহাদুল ইসলাম, কালিয়া নড়াইল:: নড়াইলের কালিয়া উপজেলার খড়ড়িয়া ইটভাটা থেকে অস্ত্র ও গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার বিকালে নড়াইল পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় কালিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. সাজেদুল ইসলাম জানান, মঙ্গলবার কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের খড়রিয়া চরপাড়ার জুবায়ের বিশ্বাসের ইট ভাটায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে বলে খবর পাওয়া যায়। তখন এর সত্যতা যাচাই করতে ওই ইট ভাটায় অভিযান চালালে খুলনার ফুলতলা এলাকার আ. জব্বার শেখের ছেলে মো. হৃদয় শেখ ( ২৩) ও সাতক্ষীরা কলারোয়া এলাকার মো. শরিফুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (২০) পালানোর চেষ্টা করে। তখন ডিবি পুলিশ তাদের ধরে ফেলে।
পরে তাদের তল্লাসী করে বাজারের ব্যাগে গামছা দিয়ে মোড়ানো একটি দেশীয় ওয়ান শুটার গান ( ২২.৫ ইঞ্চি) ও ৩টি বন্দুকের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক