শিরোনাম

কালিয়ায় অধিক মূল্যে সার বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

By admin

February 24, 2022

 

জিহাদুল ইসলাম, নড়াইলঃ নড়াইলের কালিয়া উপজেলার যোগানীয়া বাজারে অধিক মূল্যে সার বিক্রি করার অপরাধে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

 

জমিমানা করা হয়েছে ব্যবসায়ী লেয়াকত আলী (৬৬), কায়ুম খান (৫৬), সুশিল কুমার বিশ্বাস (৫৪), সাহাবুদ্দিন (২৮) ও সাহেব আলী খন্দকার (৪৭) সহপাঁচ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম। ২৪ ফেব্রুয়ারী বিকেলে তাদেরকে এ জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ওই পাঁচ ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারী নির্দেশনা অমান্য করে প্রান্তিক চাষীদের নিকট অধিক মূল্যে সার বিক্রি করছিল। এটা প্রতীয়মান হওয়ায় তাদেরকে ১৬ হাজার টাকা জরিমানা পূর্বক ভবিষ্যতে এ ধরণের অপরাধে সংযুক্ত না হওয়ার জন্য সতর্ক করা হয়।

 

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮/৪০/৪৫ ধারা এবং মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ৪ ও ২০ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত হওয়ায় পাঁচ ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়েছে।