শিরোনাম

কালিয়ায় সালামাবাদে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

By admin

March 09, 2022

 

জিহাদুল ইসলাম, নড়াইলঃ নড়াইলের কালিয়ায় থানা পুলিশের আয়োজনে ৭নং বিট সালামাবাদ ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

 

৯ মার্চ (বুধবার) বিকেলে সালামাবাদ ইউনিয়নের জোকা বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার, কালিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া, কালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম শেখ, ৫ নং সালামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা মাহবুবুর রহমান মাহিসহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বিট পুলিশিং সমাবেশে পুলিশ সুপার তাঁর বক্তব্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা নিরলসভাবে কাজ করে চলছে। যারা এলাকার শান্তি বিনষ্ট করবে তাদের জন্য কঠোর আইনানুগ ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।