ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশাল : সিলেটের কেন্দ্রীয় কারাগারে বসে উচ্চ মাধ্যমিক ও সমমানের (আলিম) সার্টিফিকেট পরীক্ষা দিচ্ছেন জুনায়েদ মিয়া (১৯) নামে এক শিক্ষার্থী। তিনি মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন। রবিবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন।
জুনায়েদ হবিগঞ্জের শানু মিয়ার ছেলে। আজ সারাদেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। কারাগারের অফিস কক্ষে বসে এ পরীক্ষায় অংশ নেন জুনায়েদ।
সিলেট কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, এক শিক্ষার্থী কারাগারের অফিস কক্ষে বসে পরীক্ষা দিচ্ছেন। তিনি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে আছেন। সেখানে শিক্ষাবোর্ড কর্তৃক শিক্ষকের তত্ত্বাবধানে তার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা কারাগারের পক্ষ থেকে তার পরীক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা করে দিয়েছি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক