কারাগা‌রে থাকা ছাত্রলীগ নেতা মান্নার ম‌নোনয়ন বা‌তিল

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, মে ১৮, ২০২৩

কারাগা‌রে থাকা ছাত্রলীগ নেতা মান্নার ম‌নোনয়ন বা‌তিল
নিউজটি শেয়ার করুন

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: ব‌রিশাল মহানগর ছাত্রলী‌গের সদ‌্য সা‌বেক আহবায়ক রইজ আহ‌মেদ মান্নার কাউ‌ন্সিলর প‌দে দা‌খিল করা ২‌টি ম‌নোনয়ন বা‌তিল হ‌য়ে‌ছে।

 

মান্না বর্তমান মেয়র সা‌দিক আব্দুল্রাহ অনুসারী। বর্তমা‌নে তি‌নি কারাগা‌রে আছেন। তার পক্ষ হ‌য়ে তার পিতা সা‌বেক মেম্বর আব্দুল কা‌দের দু‌টি ম‌নোনয়ন জমা দি‌য়ে‌ছি‌লেন।

 

আজ নির্বাচন ক‌মিশ‌নে ম‌নোনয়ন বাছাই‌য়ে ত্রু‌টি পাওয়ায় তার দু‌টি ম‌নোনয়নই বা‌তিল হয়। এছাড়া মেয়র প‌দে সাংবা‌দিক আসাদুজ্জামা‌নের ম‌নোনয়ন পত্র বা‌তিল হয়।

 

অপর দি‌কে আওয়ামীলী‌গের প্রার্থী খোকন সের‌নিয়াবাত, জাপার ইকবাল হো‌সেন তাপস এবং ইসলামী আ‌ন্দোল‌নের মুফ‌তি সৈয়দ ফয়জুল হ‌কের ম‌নোনয়ন বৈধ হ‌য়ে‌ছে বলে জানা গে‌ছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ