ঝালকাঠী

কাঠালিয়ায় করোনায় মৃত্যু শিক্ষকের পরিবারের তিন সদস্য আক্রান্ত

By admin

April 08, 2021

 

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার নেয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তম্ময় বেপারী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ছয়দিনের ব্যবধানে তার পরিবারের তিন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে।

 

আক্রান্তরা হলেন- স্ত্রী শ্রাবনী রানী, পিতা দিলীপ বেপারী ও ভাইয়ের স্ত্রী সম্পা রানী। তারা সকলে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলা হাসপাতালের আইসোলেশনে রয়েছেন।

 

তন্ময় বেপারী চেঁচরীরামপুর ইউনিয়নের রামপুর গ্রামের দিলীপ বেপারীর ছেলে। সে নেয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। গত ০৩ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মারা যান।