কাজে গিয়ে লাশ হয়ে ফিরলেন কাউখালীর দুই শ্রমিক

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২

কাজে গিয়ে লাশ হয়ে ফিরলেন কাউখালীর দুই শ্রমিক
নিউজটি শেয়ার করুন

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: কাউখালী দুই বিদ্যুৎ শ্রমিক কাজের সুবাদে ফরিদপুরে এক ঠিকাদারের অধীনে বিদ্যুৎ সরবরাহ লাইণে কাজ করতে যান।

 

 

স্থানীয় শ্রমিক ঠিকাদার রুবেল তাদেরকে বিদ্যুৎ লাইনে কাজ করার জন্য দৈনিক চুক্তিতে ফরিদপুরের ওজিওপাজিকো কাজ করতে নিয়া যান। সেখানে গত ৬ সেপ্টেম্বর একটি লাইন সরবরাহের জন্য বিদ্যুতের খুটিতে উঠে লাইনের কাজ করার সময় অসাবধানতাবত: পাশে থাকা ৩৩ হাজার কেবি লাইনে সংস্পর্শে মুহুর্তের মধ্যে তারা ছিটকে পরে একটি বাড়ির ভবনের ভিতরে।

 

 

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা নিয়ে যাওয়া হয়। সেখানে তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত শুক্রবার লাশ হয়ে দুই জন বিদ্যুৎ শ্রমিক বাড়ি ফেরেন।

 

 

এরা হলেন উপজেলার চিরাপাড়া গ্রামের জাহাঙ্গীর ইসলামের ছেলে রিয়াদ হোসেন (২০) এবং ডুমজুড়ী গ্রামের মো. রহিমের ছেলে মো. শাওন (২০)। তাদেরকে শনিবার ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করে জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এক মাত্র ছেলে শাওনকে হারিয়ে পাগল প্রলাব বলছেন তার বাবা রহিম।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ