পিরোজপুর

কাউখালীতে সড়ক দুর্ঘটনায় রিকশাচালক নিহত

By admin

December 14, 2022

 

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: পিরোজপুরের কাউখালীতে সড়ক দুর্ঘটনায় মো. নুর আলম হাওলাদার (৫৮) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তাকে সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

 

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। মো. নুর আলম হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের আয়রন গ্রামের মৃত শেরজান আলী হাওলাদারের ছেলে।

 

 

নিহতের ভাই আল আমীন হাওলাদার জানান, আজ সকাল ১০টার দিকে তার ভাই রিকশা চালাতে বাড়ি থেকে বের হন। উপজেলার নৈকাঠী সড়কের বিড়ালঝুড়ি কালভার্টের পাশে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

 

তার আহত হওয়ার খবর মোবাইল ফোনে শুনে পরিবারের লোকজন ঘটনাস্থলে যান। সেখানে থাকা এক কালভার্টের পাশেই তার চালানো বৈদ্যুতিক চার্জের রিকশাটি ভাঙা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কোনো গাড়ির ধাক্কায় তার রিকশাটি ভেঙে গেছে ও সেই আঘাতে তার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমাম উদ্দিন আহম্মেদ জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

 

 

ওসি মো. বনি আমিন হাওলাদার জানান, খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। গাড়ি চাপায় বা রিকশার গাছের সঙ্গে ধাক্কায় তার মৃত্যু হতে পারে। বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে মৃত্যুর কারণ বলা যাবে।