পিরোজপুর

কাউখালীতে মা ইলিশ ধরায় এক জনের কারাদন্ড

By admin

October 11, 2021

 

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষার্থে সরকার ঘোষিত নিষিদ্ধ সময় সীমার মধ্যে ইলিশ আহরণের দায়ে এক জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালাত।

 

সোমবার উপজেলার সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষার্থে এই অভিযান চালানো হয়। মা ইলিশ ধরার অপরাধে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামের মৃত: ফজলু শেখ এর পুত্র রুবেল শেখ (৩০) কে আটক করা হয়।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি।